bankura dead body - Latest News on bankura dead body| Breaking News in Bengali on 24ghanta.com
ফের বাঁকুড়ার কোতুলপুরে উদ্ধার যুবকের দেহ

ফের বাঁকুড়ার কোতুলপুরে উদ্ধার যুবকের দেহ

Last Updated: Thursday, February 16, 2012, 20:59

বৃহস্পতিবারের পর শুক্রবার ফের বাঁকুড়ার কোতুলপুরে উদ্ধার এক যুবকের দেহ। শ্রীহর গ্রামের একটি পুকুর থেকে মিলেছে নিখোঁজ কলেজ ছাত্র নবীন হালদারের দেহ। তার বাড়িও কোতুলপুরের দাসপল্লি এলাকায়। পরপর দু'দিন দুই নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের ঘটনায় রহস্য ঘণীভূত হচ্ছে। দু'টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র আছে কী না, সেটাও খতিয়ে দেখছে পুলিস।