Last Updated: Friday, April 18, 2014, 08:29
বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী প্রচারে তিনি এখন মালদায়। বৃহস্পতিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর হোটেলের ঘরের এসি মেশিনে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় ঘর। সাময়িক অসুস্থ হয়ে পড়েন তিনি। অগ্নিকাণ্ডের তদন্তের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছে তৃণমূল। ঘটনায় উদ্বেগপ্রকাশ করেছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আগুনের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন মুখ্যমন্ত্রী। প্রচারে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী। সেখানেই একটি বেসরকারি হোটেলে রয়েছেন তিনি।