Last Updated: Wednesday, May 1, 2013, 10:40
ঘরের মাটিতে আজীবন কোনও নির্বাচনে প্রার্থী হতে পারবেন না পারভেজ মুশাররফ। এই মর্মে মঙ্গলবার পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে পেশোয়ার হাইকোর্ট। তাঁর মনোনয়ন পত্রকে বাতিল করাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে মামলা করেছিলেন মুশারফ। পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মহম্মদ খানের নেতৃত্বাধীন চার সদস্যের ডিভিশন বেঞ্চ সেই মামলার শুনানির রায় দিতে গিয়ে প্রাক্তন পাক প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান অবমাননার অভিযোগে এই নির্দেশ দেন।