barabani - Latest News on barabani| Breaking News in Bengali on 24ghanta.com
আসানসোল বন্‌ধে ব্যাপক সাড়া

আসানসোল বন্‌ধে ব্যাপক সাড়া

Last Updated: Monday, June 10, 2013, 09:00

রবিবার প্রকাশ্যে রাস্তায় গুলি করে খুন করা হয় বারাবনির প্রাক্তন সিপিআইএম বিধায়ক দিলীপ সরকারকে। প্রাতঃভ্রমণের সময় খুব কাছ থেকে গুলি করে আততায়ীরা। মোটরবাইকে চেপে আসা দুই আততায়ীর মধ্যে একজন মহিলা। দাবি প্রত্যক্ষদর্শীদের। জখম অবস্থায় বার্ণপুর ইস্কো হাসপাতালে নিয়ে গেলে দিলীপ সরকারকে  মৃত বলে ঘোষণা করা হয়। এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিস। প্রতিবাদে জেলা জুড়ে বিক্ষোভের পাশাপাশি আজ আসানসোল মহকুমায় বারো ঘন্টার বনধ ডাক দিয়েছে বামফ্রন্ট।