Last Updated: Friday, October 12, 2012, 11:03
আবার বিতর্কে জড়িয়ে গেল রাজ্যের স্কুল সার্ভিস কমিশনের নাম। বাতিল যোগ্য খাতাকে বৈধতা দেওয়ার অভিযোগ উঠল স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে। কোনও খাতায়
নেই ইন্ভিজিলেটরে সই, আবার কোনও খাতায় নেই পরীক্ষার্থীর সই। এমন বহু খাতাকে বৈধতা দেওয়ার জন্য আসরে নামার অভিযোগ উঠল খোদ স্কুল সার্ভিস কমিশন
কর্তৃপক্ষের বিরুদ্ধে। সাধারণ নিয়ম অনুযায়ী এই ধরনের যেকোনও খাতাই বাতিল যোগ্য।