bedabrata pain - Latest News on bedabrata pain| Breaking News in Bengali on 24ghanta.com
গান্ধীনগরে আত্মপ্রকাশ করছে `চিটাগঙ`

গান্ধীনগরে আত্মপ্রকাশ করছে `চিটাগঙ`

Last Updated: Wednesday, August 29, 2012, 15:57

গান্ধীনগর ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম আত্মপ্রকাশ করছে মনোজ বাজপেয়ী অভিনীত `চিটাগঙ`। চলতি মাসের ৩০ থেকে সেপ্টেম্বরের ২ পর্যন্ত গুজরাটের গান্ধীনগরে এই ফেস্টিভ্যাল চলবে। এই ছবির পরিচালক বেদব্রত পাইন নাসার প্রাক্তন বিজ্ঞানী।