behala flying club - Latest News on behala flying club| Breaking News in Bengali on 24ghanta.com
কপ্টারে চড়ে আজ বাঙালি গেল গঙ্গাসাগর, কাল যাবে দুর্গাপুর

কপ্টারে চড়ে আজ বাঙালি গেল গঙ্গাসাগর, কাল যাবে দুর্গাপুর

Last Updated: Sunday, December 29, 2013, 20:31

প্রথম দিনই হাউসফুল। হেলিকপ্টারে গঙ্গাসাগর যাত্রা। কলকাতার সাতজনের এই অভিজ্ঞতা হল রবিবার সকালে। টিকিটের চাহিদা ছিল তুঙ্গে। তবে রাজ্য সরকারের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট পেলেন সাতজন সৌভাগ্যবান। আপাতত সপ্তাহে শুধুমাত্র রবিবার একবার এই পরিষেবা পাওয়া যাবে। মাত্র আধঘন্টাতেই গঙ্গাসাগরে যাওয়া যাবে।