bengaluru odi - Latest News on bengaluru odi| Breaking News in Bengali on 24ghanta.com
রোহিতের দুরন্ত দ্বিশতরানে সিরিজ জিতল ভারত

রোহিতের দুরন্ত দ্বিশতরানে সিরিজ জিতল ভারত

Last Updated: Saturday, November 2, 2013, 16:47

ভারতীয় ওপেনারদের দুরন্ত ফর্ম অব্যাহত। বেঙ্গালুরুতে মরণবাঁচন ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ভারতের দুই ওপেনার শিখর ধাওয়ান, রোহিত শর্মা ফের নিজেদের প্রমাণ করলেন। শুরু থেকে ঝড় তোলা ধাওয়ান ৬০ রানে আউট হওয়ার পাঁচ বল পরেই রান আউট হয়ে যান বিরাট কোহলি (০)। সেখান থেকে দলকে সম্মানজনক অবস্থায় নিয়ে য়ান রোহিত শর্মা। ১১৪ বলে শতরানপূর্ণ করেন রোহিত। চলতি ওয়ানডে সিরিজে রোহিতের এটা দ্বিতীয় শতরান, ওয়ানডে কেরিয়ারে চতুর্থ শতরান।