Last Updated: Saturday, November 24, 2012, 22:40
বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত হলেন উসেইন বোল্ট। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের বিচারে বর্ষসেরা হয়েছেন তিনি। এই নিয়ে চারবার বর্ষসেরার খেতাব পেলেন বোল্ট। আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক্স ফেডারেশনের বিচারে বর্ষসেরা অ্যাথলিট নির্বাচিত উসেইন বোল্ট। এই নিয়ে চারবার এই শিরোপা পেলেন জামাইকার এই কিংবদন্তি স্প্রিন্টার। এর আগে এই সম্মানে সম্মানিত হয়েছিলেন ২০০৮, ০৯ এবং ১১ সালে।