bhagalpur - Latest News on bhagalpur| Breaking News in Bengali on 24ghanta.com
বিহারে গণধর্ষণের পর খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হল

বিহারে গণধর্ষণের পর খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হল

Last Updated: Monday, January 14, 2013, 10:27

দিল্লি ধর্ষণ কাণ্ডের আঁচ এখনও মিলিয়ে যায়নি। দেশ প্রতিবাদে উত্তাল হলেও লাগাম লাগেনি ধর্ষক মনোবৃত্তির। দিল্লি, ত্রিপুরা, বেঙ্গালুরুর পর আবার পৈশাচিক ধর্ষণের ঘটনা ঘটল। এবার বিহারের ভাগলপুরে। এক মহিলাকে গনধর্ষণের পর খুন করে দেহ গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হল।