Last Updated: Wednesday, February 8, 2012, 13:13
জোকা-বিবাদি বাগ মেট্রো প্রকল্পে জমি জট না কাটলে মার্চের পর আর কাজ এগোনো যাবেনা। মেট্রো কর্তৃপক্ষকে লিখিতভাবে এ কথা জানিয়ে দিল প্রকল্পের দায়িত্বে থাকা রেল বিকাশ নিগম লিমিটেড। তারাতলার পর মাটির নিচ দিয়ে যে প্রস্তাবিত মেট্রো পথ যাবে, তার কোনও জমিই রেলের নয়। তাই রুট ম্যাপও তৈরি করতে পারেননি আরভিএনএল ইঞ্জিনিয়াররা।