bigg boss final - Latest News on bigg boss final| Breaking News in Bengali on 24ghanta.com
বসের বাজি জিতলেন বহু কুমকুম

বসের বাজি জিতলেন বহু কুমকুম

Last Updated: Sunday, January 8, 2012, 12:35

তিনমাস ধরে চলা নাটকের পর বিগ বস ৫ চ্যাম্পিয়ন হলেন জুহি পারমার। শ্বেতা তিওয়ারির পর, দ্বিতীয় মহিলা হিসেবে বিগ বস জিতলেন জুহি। স্টার প্লাস'-এর ধারাবাহিক 'কুমকুম' থেকে জনপ্রিয় হয়েছিলেন তিনি। ধৈর্য ধরে অন্য সদস্যদের সঙ্গে মনোমালিন্য এড়িয়ে তিনিই বাজিমাত করলেন। শনিবার রাতে সবথেকে বেশী দর্শকের ভোট পেয়ে ১ কোটির মালকিন হলেন জুহি।