Last Updated: Thursday, July 19, 2012, 13:44
চব্বিশ ঘণ্টার মধ্যেই মায়ের কথার জবাব দিলেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার মিডিয়ার মুখোমুখি হয়ে কংগ্রেসের 'ভবিষ্যত্ প্রজন্মের নেতা' জানিয়ে দিলেন, দল এবং সরকারে 'আরও সক্রিয় ভূমিকা' পালন করতে তিনি প্রস্তুত। রাষ্ট্রপতি নির্বাচনের দিন রাহুলের এই মন্তব্যের পরই উত্তেজনার পারদ উঠেছে রাজধানীর রাজনৈতিক মহলে।