Last Updated: Monday, November 12, 2012, 20:29
সোমবার ঝটিকা সফরে কলকাতায় এলেন লন্ডন অলিম্পিকে রুপোজয়ী শুটার বিজয় কুমার। নিজের প্রথম
অলিম্পিকেই দেশকে পদক এনে দিয়েছেন হিমাচল প্রদেশের এই শুটার। রাজ্য সরকারের তরফ থেকে সংবর্ধিত করা
হল চ্যাম্পিয়ন এই শুটারকে।