Last Updated: Wednesday, October 24, 2012, 10:18
ষষ্ঠী থেকে নবমী, `খুশী নৌকা`-র পালে হাওয়া দিয়ে কাটিয়ে দেওয়া ৪টে দিনের অবসান। আজ মনকেমনের দশমী।
দেবী দুর্গার ফিরে যাওয়ার পালা। প্রথম শাড়ি, অল্প ঝারি, নতুন প্রেম, পায়ে ফোস্কা, প্রেমিকের গার্জেনগিরি সব
খতম। আবার ফিরে যাওয়া বচ্ছর ভর অপেক্ষার দিকে।