Last Updated: Thursday, April 19, 2012, 22:45
আগামী ২২ এপ্রিল ডুয়ার্সে বনধের ডাক দিল আদিবাসী বিকাশ পরিষদ সহ ২২টি সংগঠন। ওইদিন নাগরাকাটায় জনসভার ডাক দিয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা ও জন বার্লা গোষ্ঠী। সেই কর্মসূচিরই পাল্টা হিসাবে ১২ ঘণ্টার ডুয়ার্স বনধের ডাক দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ। মোর্চার তরফে জিটিএতে মৌজার অন্তর্ভূক্তির দাবিতে সমাবেশের ডাক দেওয়া হয়েছে। মৌজার অন্তর্ভূক্তির বিরোধিতা করে বনধের ডাক দিয়েছে আদিবাসী বিকাশ পরিষদ।