Last Updated: Monday, August 6, 2012, 12:58
বুধবার থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে সোমবার সংসদ ভবনে স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এবারের অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পেশের সম্ভাবনা রয়েছে। পেশ হতে পারে বিতর্কিত জমি অধিগ্রহণ এবং খাদ্য সুরক্ষা বিল। জমি অধিগ্রহণ বিলকে ঘিরে ইউপিএ-র শরিকদলগুলির মধ্যে মতপার্থক্য রয়েছে।