Last Updated: Thursday, January 23, 2014, 12:06
লোকসভা নির্বাচনকে মাথায় রেখে পশ্চিমবঙ্গের জন্য বেশ কয়েকটি সুপারিশ করলেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি। এক্ষেত্রে ২০০৯-এর লোকসভা ও ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করেই এগোতে চায় নির্বাচন কমিশন। পাশাপাশি আগের নির্বাচনগুলিতে যেসব প্রশাসনিক আধিকারিক সরাসরি নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের বদলির ক্ষেত্রেও সুপারিশ করেছেন বিনোদ জুতসি।রাজ্যে ২০১১ সালের বিধানসভা নির্বাচনকে রোল মডেল করে ২০১৪ সালে লোকসভা নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। বুধবার একথা জানালেন কেন্দ্রীয় উপ নির্বাচন কমিশনার বিনোদ জুতসি।