Last Updated: Monday, November 5, 2012, 08:14
টেলিভিশন হোক বা রেডিও। সবই এখন একসুরে বাজছে আমেরিকায়। সবেতেই ওবামা-রোমনি মহারণের দামামা। কখনও চলছে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাগযুদ্ধ,
আবার কখনও একক ভোটপ্রচার। আর এসবের বাড়বাড়ন্তে তিতিবিরক্ত কলোরাডোর বাসিন্দা অ্যাবিগেল। একেবারে কেঁদেকেটে অস্থির সে। চার বছরের এই শিশুর প্রতিক্রিয়া
ভাইরাসের মতো ছড়িয়ে পড়েছে ইউটিউবেও। মার্কিন মুলুকে আনাচে-কানাচে এখন এক কথা, এক আলোচনা। ওবামার প্রত্যাবর্তন নাকি রোমনির অভিষেক? টেলিভিশন
থেকে রেডিও, সবেতেই প্রায় চব্বিশ ঘণ্টা হয় দুই প্রার্থীর ভোটপ্রচার নয়ত ভোটযুদ্ধের আলোচনা। আর এই কচকচানিতেই রীতিমতো বিরক্ত কলোরাডোর বাসিন্দা ছোট্ট
অ্যাবিগেল।