birsha munda airport - Latest News on birsha munda airport| Breaking News in Bengali on 24ghanta.com
হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অর্জুন মুণ্ডা

হেলিকপ্টার দুর্ঘটনায় আহত অর্জুন মুণ্ডা

Last Updated: Wednesday, May 9, 2012, 13:43

বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অর্জুন মুণ্ডা। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ রাঁচির বিরসা মুণ্ডা বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার কবলে পড়ে তাঁর হেলিকপ্টার। হেলিকপ্টারে অর্জুন মুণ্ডা ছাড়াও ছিলেন তাঁর স্ত্রী মীরা মুণ্ডা-সহ আরও ৬ জন।