blog of L K Advani - Latest News on blog of L K Advani| Breaking News in Bengali on 24ghanta.com
বিজেপি সম্পর্কে হতাশ দেশবাসী, ব্লগে বার্তা আডবানির

বিজেপি সম্পর্কে হতাশ দেশবাসী, ব্লগে বার্তা আডবানির

Last Updated: Thursday, May 31, 2012, 14:45

গেরুয়া রাজনীতির অন্দরে তাঁর কর্তৃত্ব কমেছে অনেকটাই। মুম্বইয়ে বিজেপি`র জাতীয় কর্মসমিতির অধিবেশনেই তা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল! নাগপুরের সঙ্ঘ নেতৃত্ব এবং নরেন্দ্র মোদীর সহায়তায় দলীয় সংবিধান সংশোধন করে নীতিন গডকড়ির দ্বিতীয় বারের সভাপতি পদপ্রাপ্তিতে যারপরনাই ক্ষুব্ধ লালকৃষ্ণ আডবানি অধিবেশন শেষে প্রকাশ্য সভায় যোগ না দিয়ে দিল্লি ফিরে গিয়েছিলেন। এবার নিজের ব্লগে বিজেপি সভাপতির প্রতি সেই ক্ষোভ উগরে দিলেন `লৌহপুরুষ`।