Last Updated: Saturday, May 25, 2013, 20:17
আদালতের স্থগিতাদেশ অগ্রাহ্য করে নলবন বোটিং কমপ্লেক্স অধিগ্রহণের ক্ষেত্রে আরও এক ধাপ এগোলো রাজ্য। আজ নলবনের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে বিধাননগর পুলিস ও পৌরসভার তরফে নোটিস জারি করা হল। নোটিসে বলা হয়েছে, ভবিষ্যতে বিয়ের অনুষ্ঠানে নলবন ভাড়া দেওয়া যাবে না।