Last Updated: Friday, December 13, 2013, 17:38
আধার কার্ড সমস্যায় এখনও সর্বত্র চালু হয়নি রান্নার গ্যাসে ভর্তুকি। কিছুদিন আগেই বেড়েছে গ্যাসের দামও। এরই মধ্যে হলদিয়া বন্দরে নাব্যতা কমে যাওয়ায় ঢুকছে না গ্যাস সিলিন্ডার ভর্তি জাহাজ। ফলে নতুন করে দেখা দিয়েছে এলপিজি সংকট। গ্রাহকরা বলছেন, গ্যাস বুক করার দু থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি দেওয়ার কথা। অভিযোগ, ১৫ দিন কেটে গেলেও মিলছে না গ্যাস। সব মিলিয়ে চরম সমস্যায় সাধারণ মানুষ।