british citizens - Latest News on british citizens| Breaking News in Bengali on 24ghanta.com
 শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে ঝাপ ব্রিটিশ মহিলার

শ্লীলতাহানির হাত থেকে বাঁচতে ঝাপ ব্রিটিশ মহিলার

Last Updated: Tuesday, March 19, 2013, 16:09

কিছুদিন আগে মধ্যপ্রদেশে সুইস মহিলা গণধর্ষিত হওয়ার পর ফের ভারতে আক্রান্ত হলেন এক বিদেশি মহিলা। যৌন নির্যাতনের হাত থেকে বাঁচার জন্য আগ্রার একটি হোটেলের ঘরের ব্যালকনি থেকে ঝাঁপ মারলেন এক ব্রিটিশ মহিলা। অভিযোগ, হোটেলটির মালিক ওই পর্যটক মহিলার শ্লীলতাহানির চেষ্টা করেছিল। হোটেল মালিককে গ্রেফতার করেছে পুলিস।