broad gauge - Latest News on broad gauge| Breaking News in Bengali on 24ghanta.com
কাটোয়া-আমদপুর ন্যারোগেজ লাইনের বিদায় আজ

কাটোয়া-আমদপুর ন্যারোগেজ লাইনের বিদায় আজ

Last Updated: Sunday, January 13, 2013, 19:34

উঠে যাচ্ছে কাটোয়া-আমোদপুর লাইনের ন্যারোগেজ ট্রেন। স্থানীয় বাসিন্দাদের দাবি মেনে ওই লাইনে ব্রড গেজ ট্রেন চালু করছে  রেলমন্ত্রক। কাল ব্রড গেজ লাইনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী।  আজ শেষবারের মতো গন্তব্যের উদ্দেশে যাত্রা করল কাটোয়া-আমোদপুর ন্যারো গেজ ট্রেন।