Last Updated: Friday, May 25, 2012, 10:12
নরেন্দ্রভাই দামোদরদাস মোদীর পর এবার বোকানাকেরে সিদ্ধালিঙ্গাপ্পা ইয়েদুরাপ্পা! গতকালই নিজের উদয়পুর সফর বাতিল মুম্বইয়ে বিজেপি'র জাতীয় কর্মসমিতির অধিবেশনে যোগ দিয়েছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। এদিন তাঁর পদাঙ্ক অনুসরণ করে বিদ্রোহে ইতি টেনে নরম্যান পয়েন্টের ওয়াই বি চহ্বান অডিটোরিয়ামে চলে এলেন শিকারিপুরার লিঙ্গায়েত নেতা।