buddhadev dasgupta - Latest News on buddhadev dasgupta| Breaking News in Bengali on 24ghanta.com
বিতর্ক সঙ্গী করে চলচ্চিত্র উৎসব `বুদ্ধ` হীন

বিতর্ক সঙ্গী করে চলচ্চিত্র উৎসব `বুদ্ধ` হীন

Last Updated: Sunday, November 11, 2012, 08:54

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরুতেই  বিতর্ক। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তা নিয়ে শিল্পীমহলে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও পরিচালক নিজে আমন্ত্রণ না পাওয়ায় একেবারেই ক্ষুব্ধ নন। তাঁর বক্তব্য, রাজ্য সরকারের কাছ থেকে এই শীতল আচরণই আশা করেছিলেন তিনি।