Last Updated: Friday, April 25, 2014, 19:08
একেই বলে ব্যুমেরাং। বাম আমলে তৈরি হয়েছে সারদা। তাই কেলেঙ্কারির দায়টা বামেদেরই। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স ফর্মুলায় বারবার এই কৌশলেই বামেদের আক্রমণ করছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পাল্টা জবাব, সিবিআই তদন্তে রাজি হয়ে যান মুখ্যমন্ত্রী। তাহলেই জানা যাবে, কারা কী টাকা পেয়েছে। কংগ্রেস, বিজেপির প্রশ্নে সমদূরত্বের নীতিই বজায় থাকবে। লোকসভা নির্বাচনের আগে দলের অবস্থান স্পষ্ট করলেন সিপিআইএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর মন্তব্য, তৃতীয় বিকল্পকে শক্তিশালী করাই বামেদের একমাত্র লক্ষ্য।