Last Updated: Monday, April 15, 2013, 11:02
দিল্লি কাণ্ডের পর সিপিআইএমকে দেখে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর। তার ফল হাতেনাতে পেয়েছে রাজ্য। হিংসার রেশ কাটার আগেই ফের সর্বনাশের হুঁশিয়ারি। এবার তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গলায়। রবিবার কোন্নগরে তৃণমূলের এক সভায় রীতিমতো নাম করে সিপিআইএম থেকে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে আক্রমণ হানেন শ্রীরামপুরের সাংসদ। সেই আক্রমণ পেরিয়ে গেছে শালীনতার গণ্ডি। অশালীনতার দৃষ্টান্ত এর আগেও তৈরি করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ফের সেই কাজটাই করলেন।