bus woners call off - Latest News on bus woners call off | Breaking News in Bengali on 24ghanta.com
ধর্মঘট প্রত্যাহার বাস মালিকদের, এখনও অনড় সিটু

ধর্মঘট প্রত্যাহার বাস মালিকদের, এখনও অনড় সিটু

Last Updated: Saturday, July 28, 2012, 18:08

শেষ পর্যন্ত রাজ্য সরকারের ডাকে সাড়া দিয়ে আগামী ৩১ জুলাইয়ের ধর্মঘট পালনের সিদ্ধান্ত থেকে বাস মালিকদের সংগঠনগুলি। তবে সিপিআইএমের শ্রমিক সংগঠন সিআইটিইউ ৩১ জুলাই পরিবহণ ধর্মঘট পালনের বিষয়ে এখনও পূর্বঘোষিত অবস্থানে অনড় রয়েছে।