Last Updated: Thursday, April 26, 2012, 18:42
ডুয়ার্সে অনির্দিষ্টকালীন বন্ধ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল মোর্চা ও
জন বার্লা গোষ্ঠীর যৌথমঞ্চ। রাজ্য সরকারকে তাঁরা আরও কিছুটা সময় দিতে চান
বলে জানিয়েছেন জন বার্লা। যদিও বৃহস্পতিবার প্রশাসনিক অনুমতি ছাড়াই
ডুয়ার্সের দলসিংপাড়ায় জনসভা করে যৌথমঞ্চ।