Last Updated: Sunday, July 29, 2012, 16:39
আগামী ৩১ জুলাইয়ের পরিবহণ ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সিটু। রবিবার সিটুর তরফে এক সাংবাদিক সম্মেলনে সিটু নেতা শ্যামল চক্রবর্তী জানান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর আবেদনে সাড়া দিয়েই তাঁরা ৩১ জুলাই ধর্মঘট করছেন না। তাঁর বক্তব্য, পেট্রোলের মূল্যবৃদ্ধি নিয়ে ইতিমধ্যে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনের নেমেছে বামফ্রন্ট। সেই আন্দোলনকে আরও জোরদার করতেই বামফ্রন্টের তরফে বিমান বসু সিটুকে অনুরোধ করে চিঠি লেখেন।