Last Updated: Wednesday, October 24, 2012, 14:55
পাঁচদিনের উত্সব শেষ। ফের ফিরতে হবে গতানুগতিক জীবনে। জানেন সকলেই। তবু, পুজোর এই কটা দিনের জন্য ছুটে আসেন ক্যামডেন সেন্টারে। আড্ডা, গল্পে, খাওয়াদাওয়ায় কোথা দিয়ে যে কেটে যায় পাঁচটা দিন, বুঝতেও পারেন না প্রবাসী বাঙালি পরিবারগুলি। শুরু হয় আবার একটা বছরের অপেক্ষা। বিজয়া দশমীতে লন্ডনের তাই মনখারাপ।