Last Updated: Saturday, May 24, 2014, 15:07
ভারতের প্রথম মিস ইউনিভার্স তিনি। তাঁর সেই শিরোপা জেতার পর ২০ বছর কেটে গেলেও এখনও দেশবাসীর মনে একদম নতুন সেই স্মৃতি। ২২ মে, ১৯৯৪। এই দিনই বিশ্বসেরার খেতাব উঠেছিল সুস্মিতার মাথায়। সেই খেতাব জয়ের ২০ বছর পালন করতে ক্যান্সার আক্রান্ত শিশুদের সঙ্গে দিনটা কাটানোই বেছে নিলেন সুস্মিতা।