Last Updated: Monday, February 18, 2013, 12:28
বাইশ গজে সৃষ্টি হল না নতুন ক্যারিবিয়ান ক্যালিপসো। একেবারে তীরে এসে তরী ডুবল ওয়েস্ট ইন্ডিজ মহিলা ক্রিকেট দলের। গত কাল মুম্বইয়ে বিশ্বকাপ ফাইনালে অসি বাহিনীর কাছে তাঁরা কার্যত দাঁড়াতেই পারলেন না। পরাজিত হলেন ১১৪ রানে। অন্যদিকে মোট ছয় বার বিশ্বকাপ জিতে ইতিহাস তৈরি করলেন অস্ট্রেলিয় মহিলা ক্রিকেট দল।