Last Updated: Thursday, January 9, 2014, 11:10
নিউজিল্যান্ডের সেডনপার্ক স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে একেবারে সুপারহিরো বনে গেলেন এক দর্শক। (দেখুন সেই অবাক করা ক্যাচ নিচের ভিডিওতে)। দর্শক আসনে বসে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পাওয়েলের মারা ছ্ক্কা গ্যালারিতে বসে এক হাতে লুফে নিয়ে তাক লাগিয়ে দিয়েছেন মাইকেল মর্টন।