Last Updated: Sunday, October 16, 2011, 21:02
ভঁবরিদেবীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কের কথা অস্বীকার করলেন রাজস্থানের বরখাস্ত জলসম্পদ উন্নয়নমন্ত্রী মহীপাল মদেরনার স্ত্রী লীলা মদেরনা। লীলাদেবীর অভিযোগ,তাঁর স্বামীকে ফাঁসাতেই সংবাদমাধ্যমে সিডি প্রকাশ করা হয়েছে। শুক্রবারের পর শনিবারও ফের তাঁকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হয় রাজস্থানের কংগ্রেস বিধায়ক মালখান সিংকে।