cbichennai express - Latest News on cbichennai express| Breaking News in Bengali on 24ghanta.com
রাজধানীর মত দূরপাল্লার ট্রেনে নাশকতার ছক

রাজধানীর মত দূরপাল্লার ট্রেনে নাশকতার ছক

Last Updated: Sunday, May 12, 2013, 16:55

রাজধানী এক্সপ্রেস, চেন্নাই এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিতে নাশকতা চালানোর ছক করছে কিছু কট্টরপন্থী সংগঠন। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এই সতর্কবার্তা পৌঁছেছে দক্ষিণ পূর্ব রেলের চিফ সিকিওরিটি কমিশনারের কাছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, পনেরোই মে-র মধ্যে রাজ্যের একাধিক দূরপাল্লার ট্রেনে আইইডি বিস্ফোরণ ঘটাতে পারে নাশকতাকারীরা।