Last Updated: Tuesday, March 25, 2014, 11:02
কলকাতার সব বুথে কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব হবে না। আশঙ্কা কলকাতা পুলিসের। এর আগে, দশই মার্চ, নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে, কলকতার সমস্ত বুথের নিরাপত্তার জন্য একশ দশ কাম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল কলকাতা পুলিস। কিন্তু নির্বাচন কমিশন পঞ্চাশ কাম্পানির বেশি কেন্দ্রীয় বাহিনী দিতে পারবে না বলে জানিয়েছে।