Last Updated: Wednesday, April 2, 2014, 09:33
হতে পারত জোড়া অঘটন। তার বদলে হল জোড়া ড্র। মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে হারতে হারতে রক্ষা পেল হট ফেভারিট বার্সেলোনা। আবার ইপিএলে কোণঠাসা ম্যানচেস্টার ইউনাইটেড এগিয়ে গিয়েও হারাতে পারল না গতবারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।