Last Updated: Friday, January 25, 2013, 10:40
বিনা নোটিশে তালা ঝুলিয়ে দেওয়া হল ডুয়ার্সের চামুর্চি চা বাগানে। অভিযোগ, শ্রমিকদের প্রাপ্য বেতন না মিটিয়েই বাগান ছেড়েছেন মালিকপক্ষের লোকজন। হঠাৎ বাগান বন্ধ হয়ে যাওয়ায় কাজ হারিয়ে পথে বসেছেন বাগানের ১০৭৪ শ্রমিক।