Last Updated: Tuesday, August 7, 2012, 18:04
গীতিকা শর্মার আত্মহত্যার ঘটনার পর এবার ফিজা মহম্মদের মৃত্যু রহস্য! হিসার লোকসভার উপনির্বাচনের পর এবার এই জোড়া মৃত্যুর ঘটনা নিয়ে নতুন করে উত্বপ্ত হল জাঠ মুলুকের রাজনীতি। মঙ্গলবার ফিজা মহম্মদের প্রাথমিক ময়না তদন্তের রিপোর্ট প্রকাশিত হলেও মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্টভাবে কোনও কারণ চিহ্নিত করা হয়নি তাতে।