Last Updated: Friday, January 27, 2012, 18:55
ভোট-হিংসার ঐতিহ্য অব্যাহত রইল মণিপুর! শনিবার চান্দেল জেলার টিপাইমুখ বিধানসভা কেন্দ্রে বুথ দখলের ঘটনাকে কেন্দ্র করে রক্তাক্ত হল নির্বাচনপর্ব। বুথ দখল রুখতে গিয়ে দুষ্কৃতীদের গুলির শিকার হয়েছেন এক সিআরপিএফ কর্মী। ১ মহিলার পাশাপাশি এই ঘটনায় নিহত হয়েছেন ৩ ভোটকর্মীও।