Last Updated: Monday, April 29, 2013, 10:51
আগুনের কবলে পড়ল চাঁদিপুরের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্রে। আজ ভোর চারটে নাগাদ আগুন লাগে `প্রুফ অ্যান্ড এসটাবলিসমেন্ট`-এ। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভলপমেন্ট ওর্গানাইজেশন (ডিআরডিও) সূত্রে এই খবর জানা গেছে। যেখানে আগুন লেগেছে সেই জায়গাটি মিসাইল পরীক্ষণাগারের খুব কাছে।