Last Updated: Sunday, April 1, 2012, 14:48
আগুনে ভস্মীভূত হয়ে গেল বেহালা চণ্ডীতলা এলাকার একটি কাগজের বাক্স তৈরির
কারখানা। রবিবার বেলা সওয়া বারোটা নাগাদ রায়বাহাদুর রোডের কারখানাটিতে আগুন
লাগে। সহজদাহ্য পদার্থ মজুত থাকায় মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের ১০টি
ইঞ্জিন ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।