Last Updated: Tuesday, October 9, 2012, 22:51
আই লিগের অ্যাওয়ে ম্যাচ খেলতে গ্যাংটক পৌঁছল ইস্টবেঙ্গল। সোমবার রাতেই গোয়া থেকে কলকাতায় পৌঁছয় মরগ্যানের দল।মঙ্গলবার সকালেই ফের শহর ছাড়েন
চিড্ডি,পেনরা। শিলিগুড়ি হয়ে মঙ্গলবার সন্ধ্যেয় গ্যাংটক পৌঁছয় মরগ্যানের দল। ভারতের পশ্চিম প্রান্ত থেকে কলকাতা হয়ে উত্তর পূর্বাঞ্চলে পৌঁছে ক্লান্ত দলের সব
ফুটবলারই। বুধবার অনুশীলন করেই মাঠে নামতে হচ্ছে টিম ইস্টবেঙ্গলকে।