chargesheet filed - Latest News on chargesheet filed| Breaking News in Bengali on 24ghanta.com
আমরিকাণ্ডে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

আমরিকাণ্ডে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ

Last Updated: Thursday, March 1, 2012, 15:03

আমরিকাণ্ডে বৃহস্পতিবার আদালতে ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করল কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ। তাঁদের বিরুদ্ধে ধৃতদের বিরুদ্ধে ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগের পাশাপাশি দমকলবিধি না মানা-সহ একাধিক অভিযোগ আনা হযেছে।