Last Updated: Sunday, April 21, 2013, 10:40
বোস্টন বিস্ফোরণে অভিযুক্ত দুই ভাই ট্যামারল্যান ও জোহকার নির্দোষ। দুই ভাইকে ফাঁসানো হয়েছে। এমনই দাবি করেছেন তাঁদের মা-বাবা। যদিও, ট্যামারল্যান ও জোহকারের কাকা বলেছেন, তাঁর দুই ভাইপো গোটা চেচেন জাতির মাথা হেঁট করে দিয়েছে। নিজের কৃতকর্মের জন্য জোহকারের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।