Last Updated: Sunday, March 18, 2012, 21:08
রবিবার কলকাতায় নিয়ে আসা হয়েছে নন্দীগ্রাম `নিখোঁজ`কাণ্ডে অভিযুক্ত
সিপিআইএম নেতা লক্ষ্মণ শেঠ সহ ২ সিপিআইএম নেতাকে। লক্ষ্ণণ শেঠ, অশোক
গুড়িয়া ও অমিয় সাহুকে আপাতত রাখা হয়েছে ভবানী ভবনে। রবিবার রাতেই তাঁদের
জেরা করেন সিআইডি কর্তারা।