Last Updated: Friday, August 23, 2013, 09:35
সিরিয়ায় রাসায়নিক আক্রমণ নিয়ে এবার কড়া অবস্থান নিল রাষ্ট্রসঙ্ঘ। অবিলম্বে তদন্ত শুরু করতে হবে ওই ঘটনার। গতকালই স্পষ্টভাবে একথা জানিয়ে দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব বান কি মুন। এদিকে সিরিয়ার ঘটনার ওপর নজরদারি শুরু করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আসাদ সরকার গোটা ঘটনার পিছনে থাকলে এর ফল ভাল হবে না বলে জানিয়েছে মার্কিন প্রশাসন। সুর চড়িয়েছে ফ্রান্সও। প্রয়োজনে বলপ্রয়োগের ইঙ্গিত দিয়েছেন ফ্রান্সের বিদেশমন্ত্রী।